দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা

শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী, রযাবী, যিয়ায়ী دامت برکاتھم العالیہ একবিংশ শতাব্দীর একজন মহান ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁর মনোমুগ্ধকর প্রচেষ্টা এবং নিরলস সংগ্রাম আজ আত্মশুদ্ধির পাশাপাশি হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। লাখো বেনামাযী নামাযের পাবন্দ ও সুন্নাতের অনুসারী হয়ে গেছেন।

আমাদের বিভাগ সমূহ

যেমনটি আপনি জানেন যে, দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী কুরআন ও সুন্নাত প্রচারের অরাজনৈতিক একটি দ্বীনি সংগঠন। সারাবিশ্বে যার হাজার হাজার কর্মচারী সহ স্বেচ্ছাসেবক আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলামের বিভিন্ন দ্বীনি কাজ ৮০টি বিভাগের মাধ্যমে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। নিম্নে দাওয়াতে ইসলামীর কতিপয় বিভাগের বিবরণ হলো-

মাদানী কাফেলা

মাদানী কাফেলা

আল্লাহ عزوجل ’র রহমত এবং আমীরে আহলে সুন্নাত دامتبرکاتھمالعالیہ ‘র আন্তরিক ও অক্লান্তপরিশ্রমের ফলে দেশ ও বিদেশে দাওয়াতে ইসলামীর উদ্যোগে মাদানী কাফেলার একটি বিশাল প্রক্রিয়াচালু রয়েছে। যে প্রক্রিয়ায়  গ্রামে, গঞ্জে,শহরে, বন্দরে আশিকানে রাসূল ৩দিনের জন্য, ১মাসের জন্য এবং ১২মাসের জন্য মাদানী কাফেলায়সফর করছেন। এই মাদানী কাফেলার মাধ্যমে অসংখ্য আশিকানে রাসূল ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশিওযু, গোসল, নামায ও রোযার প্রয়োজনীয় মাসআলা মাসাঈল শিক্ষার্জন করছেন।

জামিয়াতুল মদীনা

জামিয়াতুল মদীনা

১৯৯৫ সালে দাওয়াতে ইসলামীর তত্ত্বাবধানে জমিয়াতুলমদীনার প্রথম শাখার উদ্বোধন করা হয়। আজ দেখতে দেখতে আল্লাহ عزوجل 'র অসীম দয়ায় সারাবিশ্বেঅসংখ্য জামিয়াতুল মদীনা প্রতিষ্ঠা লাভ করেছে। যেখান থেকে প্রতিবছর অসংখ্য আলিমে দ্বীনসফলতার সাথে উত্তীর্ণ হয়ে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। ২০২১সাল পর্যন্ত সারাবিশ্বেমোট জামিয়াতুল মদীনার সংখ্যা ৮৯১টিতে উন্নীত হয়েছে। এতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীরসংখ্যা প্রায় ৬৭000। বলাবাহুল্য, তাদের শিক্ষাদান খরচ, খাবার-দাবার এবং আবাসন সম্পূর্ণবিনামূল্যে প্রদান করা হয়।

মাদরাসাতুল মদীনা

মাদরাসাতুল মদীনা

কুরআনে পাক হিফজ ও নাযেরার জন্য মাদরাসাতুল মদীনা নামেঅসংখ্য মাদরাসা প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে সারাবিশ্বে দাওয়াতে ইসলামীর উদ্যোগে(ছেলে ও মেয়েদের জন্য)  ৪,৩৩৯ টিরও অধিক মাদরাসাতুলমদীনা পরিচালিত হচ্ছে। বর্তমানে এতে ২ (দুই) লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেনএবং ৯২ হাজার শিক্ষার্থী কুরআনে পাকের হিফজ সম্পন্ন করেছেন। এমনকি ২লাখ ৯৪হাজার শিক্ষার্থীসফলভাবে কুরআনে পাকের নাযেরা (দেখে দেখে পাঠ) সম্পন্ন করেছেন। বলা বাহুল্য, এই সকলশিক্ষার্থীদের শিক্ষা, খাবার ও বাসস্থান সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

খুদ্দামুল মাসাজিদ

খুদ্দামুল মাসাজিদ

দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শায়খে তরীকত আমীরে আহলেدامتبرکاتھمالعالیہ ’র ইচ্ছা ছিলো যে, আমাদেরমসজিদগুলোর অতীত গৌরব পুনরুদ্ধার করা হোক, অর্থাৎ মুসলমানেরা যেন তাদের সময় মসজিদেইবাদত-বন্দেগী করে, আল্লাহর যিকিরের মাধ্যমে অতিবাহিত করতে পারে। আর তাই তো ২০০৩ সালেখুদ্দামুল মাসাজিদ নামে একটি বিভাগ চালু করা হয়। যার একমাত্র কাজ হবে সারাবিশ্বে মসজিদনির্মাণ ও সংরক্ষণ করা। বলাবাহুল্য ২০২১সাল পর্যন্ত সারাবিশ্বে দাওয়াতে ইসলামী কর্তৃকনির্মিত হয়েছে ৩০৯১টি মসজিদ। الحمدللهعزوجل

দারুল মদীনা

দারুল মদীনা

দারুল মদীনা একটি আন্তর্জাতিক ইসলামিক স্কুল সিস্টেম,যা শরীয়তের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষায় অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।এক কথায় দ্বীন ও দুনিয়াবী শিক্ষার এক অপূর্ব সমন্বয়। এই শিক্ষা ব্যবস্থা ইসলামের আলোকেশিক্ষার্থীদের মাঝে নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও ইতিবাচকমূল্যবোধ সৃষ্টি করে। যা তারা বাস্তবিক জীবনে প্রয়োগ করে নিজেকে এক মূল্যবান মানবসম্পদেপরিণত করতে সক্ষম হবে। দারুল মদীনা এমন এক উচ্চ কাঠামোগত স্কুলিং প্রোগ্রাম, যা সুচারুরূপেঅঙ্কিত। বিভিন্ন অধ্যয়ন সামগ্রী সরবরাহের পাশাপাশি খুবই যত্ন সহকারে লেসন প্ল্যানিং-এরমাধ্যমে পাঠ্যসূচি সম্পন্ন করানো হয়। বিভাগটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণভূমিকা পালন করতে পারে বলে আমরা দৃঢ় আশাবাদী।

 একটি মানব হিতৈষী আন্তর্জাতিক (ত্রাণ বিষয়ক) এনজি

একটি মানব হিতৈষী আন্তর্জাতিক (ত্রাণ বিষয়ক) এনজি

অধিক দেশে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, জলবায়ু ও দুর্যোগেত্রাণ বিষয়ক কাজ করছে। বিভাগটি বিশ্বজুড়ে বৃক্ষ রোপণ ক্যাম্পেইন শুরু করেছে। যারলক্ষ্য হচ্ছে দূষণমুক্ত বিশ্ব। বিভাগটি ইতোমধ্যে বিভিন্ন দেশে পরিবেশ সংরক্ষণে লাখলাখ চারা রোপন করেছে। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে হাজার হাজার ব্যাগরক্ত দান করেছে। শুধু তাই নয় ইতোমধ্যে ২৬লাখ দুঃস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে ইতিহাসেরপাতায় মানবকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

রূহানী চিকিৎসা ও ইস্তেখারা

রূহানী চিকিৎসা ও ইস্তেখারা

রূহানী চিকিৎসা ও ইস্তেখারা বিভাগটি অগণিত অসুস্থ,ঋণগ্রস্ত ও পেরেশানগ্রস্ত মানুষকে কুরআন ও সুন্নাহর আলোকে ইস্তিখারা ও তাবিজাতে আত্তারীয়ারমাধ্যমে আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করে আসছে। এতে বিশ্বের লাখো মুসলমান উপকৃত হচ্ছেনতাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

মাদানী চ্যানেল বাংলা

মাদানী চ্যানেল বাংলা

মাদানী চ্যানেল বাংলা একটি অবাণিজ্যিক ও অলাভজনক সম্পূর্ণবিজ্ঞাপনমুক্ত 24/7 টিভি চ্যানেল। যা ইসলামের আলোকে বিশ্বব্যাপী মানবকল্যাণে শিক্ষামূলকএবং সামাজিক দিকনির্দেশনা প্রদান করে। চ্যানেলটি যে কেবল ধর্মীয় দিকনির্দেশনাই সম্প্রচারকরে তা নয়, বরং মানবিক ও সামাজিক চরিত্র সংস্কারের লক্ষ্যে নৈতিক, সামাজিক, অর্থনৈতিকএবং স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানমালাকেও ফোকাস করে। মাদানী চ্যানেল বাংলা এখন বঙ্গবন্ধুস্যাটেলাইটে। এছাড়াও ৬টি বিখ্যাত স্যাটেলাইট জুড়ে ইংরেজি, উর্দু এবং অন্যান্য আঞ্চলিকভাষা সহ বিভিন্ন ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের জন্য পৃথক ২টি টিভি চ্যানেল রয়েছে । যামহাদেশের বৃহত্তর অংশ কভার করছে। এমনকি সব ক’টির লাইভ ইন্টারনেট স্ট্রিমিং তো রয়েছেই

ভূমিকাঃ

দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সুফিবাদী দ্বীনি সংগঠন। যা নিরলসভাবে সারাবিশ্বে কুরআন ও সুন্নাত প্রচার ও প্রসারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, দাওয়াতে ইসলামী ১৯৮১সালে প্রতিষ্ঠা লাভ করে। যার প্রতিষ্ঠাতা বর্তমান যুগের অন্যতম ইসলামী চিন্তাবিদ শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইল্ইয়াস আত্তার কাদেরী রযাবী যিয়ায়ী دامت برکاتھم العالیہ । আমীরে আহলে সুন্নাত সমাজের ক্রমবর্ধমান নির্লজ্জতা ও নোংরামি পরিষ্কার করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিপথগামী মানুষকে মহান আল্লাহর পথে নিয়ে এসে জান্নাতমুখী করতে, বিশ্বের সর্বত্র ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দিতে তাঁর কতিপয় সঙ্গী-সাথীদের নিয়ে এই মহান বিপ্লবের সূচনা করেন। দেখতে দেখতে দাওয়াতে ইসলামী আল্লাহ পাকের অসীম রহমত, প্রিয়নবী(ﷺ)’র কৃপাদৃষ্টি এবং আমীরে আহলে সুন্নাতের দৃঢ় সংকল্প ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ সারাবিশ্বে গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী সংগঠনগুলোর একটিতে পরিণত হয়েছে

আমাদের উদ্দেশ্য

আমাদের উদ্দেশ্য

দাওয়াতে ইসলামীর মাদানী উদ্দেশ্য, যা সংগঠনটির প্রতিষ্ঠাতাহযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دامتبرکاتھمالعالیہ নিজেই নির্ধারণ করেছেন যে, "আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনেরচেষ্টা করতে হবে।"  انشاءاللهعزوجل আল্লাহ পাকের অসীম রহমতে দাওয়াতে ইসলামীর লাখো মুবাল্লিগগণ নিরলসভাবে সেইমহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করেই চলেছেন। যা সারাবিশ্বে ধর্মীয় ও সামাজিক সংস্কারেরকেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। الحمدللهعزوجل

বিশ্ব জুড়ে দাওয়াতে ইসলামী

বিশ্ব জুড়ে দাওয়াতে ইসলামী

দাওয়াতে ইসলামী একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক শান্তিপ্রিয়দ্বীনি সংগঠন। যা দেশে ও বিদেশে কুরআন ও সুন্নাত প্রচারের জন্য বৃহৎ পরিসরে কাজ করেযাচ্ছে। দাওয়াতে ইসলামী নিজস্ব কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং মুবাল্লিগগণের সহায়তায়সারাবিশ্বে প্রতিনিয়ত ইসলামের সৌরভ ছড়িয়ে দিচ্ছে।

আমাদের বিভাগ সমূহ

আমাদের বিভাগ সমূহ

যেমনটি আপনি জানেন যে, দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপীকুরআন ও সুন্নাত প্রচারের অরাজনৈতিক একটি দ্বীনি সংগঠন। সারাবিশ্বে যার হাজার হাজারকর্মচারী সহ স্বেচ্ছাসেবক আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলামের বিভিন্ন দ্বীনি কাজ ৮০টিবিভাগের মাধ্যমে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। নিম্নে দাওয়াতে ইসলামীর কতিপয় বিভাগের বিবরণহলো-